পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

लिङ्कीद्र कङकाश्ष नोरङ जूबिच्चा जब्रिन । हेइमडौ नगै जाणषर्ष इहेत्रl cषन । उिडू७ cकांन अंठिtक नगैौ गांड श्रेंद्र अभिंরক্ষা করিল। সে এই লড়াইয়ে এত্তর दैिननक्षउ श्रेझहिन cष ठांशं८क औब्रछ cनषिब्रां ऊांशाङ्ग जष्करब्रव्रां छांश८क श्रेश्वब्रপ্রেরিত মনে করিল। কেহ হে বলিল তাহার, তিতুকে प्रशडैौद्र ७ कूर्छौबनून हेशमऊँी हैंद्रिा भाद्र इहेरड cनषिझf८छ् ।। ६fछ्तः इंचॆहि। •ड़शब्र' অমুচরদিগের সাহস না কমিয়া বরং বদ্ধিত হইয়াছিল। কিন্তু যে সাহসী রায়মহাশয়ের জন্ত लिङ्क भब्राविड श्रेग्राश्णि उिनि गाइघाडिरू आघाङ भाइँबाছিলেন এবং তাঁহাতেই তার মৃত্যু ঘটে। অতঃপর তিতুমীর যে কয়দিন বাদশাহী করিয়াছিল, সে সময় আর অন্য গ্রাম আক্রমণ করে নাই । অবসরও পায় নাই । কদম্বগাছি থানার দারোগ নিহত হইলে বারাসতে জয়েণ্ট-সাহেব নিশ্চেষ্ট ছিলেন না । তিনি গবমেণ্টকে রিপোর্ট করিয়া উপযুক্ত সৈন্যদল সংগ্ৰহ করিতেছিলেন । নানাস্থান হইতে গবর্মেন্টের নিকট আবেদন প্রদত্ত হইয়াছিল। গবর্মেন্ট মনে করিতে পারেন নাই যে অস্ত্রশস্ত্রবিহীন কয়েকশত চাষালোককে নিরস্ত করিতে সৈন্তদলের প্রয়োজন হইবে। সেইজন্য পুনরায় কয়েকশত চৌকীদার, বরকন্যাজ, কয়েকজন অনিয়মিত সৈন্ত ও ৪ জন গোরা অশ্বারোহী বারাসতের লাজীরের অধীনে পাঠাইলেন। ইহারাও বিশেষ কিছু করিয়া উঠিতে পারিল না । একটা ইংরাজ অশ্বারোহী ও আরও কয়েকজন সিপাহী হত হইল, তিতুমীরের দলে তখন সহস্রাধিক লোক জমিয়াছে ও নিত্যই জমিতেছে । সকলেই জয়দৃপ্ত ; লাটা, শড়কি, কাস্তে, কুঠার লইয়া ইংরাজ প্রভুত্তার মূলোৎপাটন করিতে তাহারা অভিলাষী। তাহারা নিকটবৰ্ত্তা গ্রামের মুসলমানদিগের গোলা লুঠিয় থাদ্যসংস্থান করিতেছে। হিন্দু প্রভৃতি বিধৰ্ম্মাদিগকে সত্যধৰ্ম্মের আলোকে আনিবার জন্য যখাপাধ্য চেষ্টা করিতেছে এবং আপনাদিগকে ঈশ্বরামুগৃহীত বলিয়া বিশ্বাস করিড়েছে। তাহদের মত্তত এতদূর বৃদ্ধি পাইমাছে যে গোলাগুলিতে তাহদের আঘাত লাগিবে না ইহাও विश्वांन कब्रिभ्राह्छ । यांझी श्छेक श्रशिद निन बांग्न ऊांझांzप्रब्र বাদশাহী রছিল না, তাহাদের মোহও শীঘ্ৰ ভাঙ্গিয়া গেল । ১৮৩১ খৃষ্টাবে ১৯এ নবেম্বর প্রাতে (রাত্রি থাকিতে ) লেপ্টেনেন্ট স্বার্ট কর্তৃক পরিচালিত একদল ইংরাজ সৈন্ত, একদল দেশীয় পদাতিক ও কতিপয় গোলন্দাজ সৈন্ত পূৰ্ব্বপ্রেরিত লোক জনের সহিত মিলিত হইয়া নারিকেলবেড়িরার বাশের কেল্লা বেরিয়া ফেলিল। বিদ্রোহীদের ধৰ্ম্মেীঅন্তত তাহাদিগকে এতদূর উৎসাহিত করিয়াছিল যে তাহার { १eट } ठिडूभौद्र किडूमाज डीड ब, विघ्ननिङ न श्रेब wहे शनिकिड हेत्राबरेनन्छब्रगरिङ नत्रूष नःशीरम अबूख शश्न । शूकर्तनिन डांशद्रा ८ष नकण है१ब्रांछट्टैणछ नठे कब्रिद्राझिल ठांहांcन द्र बृउ८झझ् বাঁশের কেল্লার বাহিরে জয়চিহ্নস্বরূপ রাখিয়াছিল ? এতগুলি লোকের প্রাণনাশ করা লেপ্টেনাণ্ট ইয়ার্টের ইচ্ছা ছিলনা। তজ্জন্ত তিতুমীরকে আত্মসমর্পণ করিতে বলিয়া পঠাইয়াছিলেন। কিন্তু তিতু তাছার দূতকে সংহার করিল। সেনাপতি অতঃপর বিদ্রোহীদিগকে ভস্ম দেখাইবার জন্য কামানের ফঁাক আওয়াজ করিলেন। ইতি পূৰ্ব্বেই বাশেরকেল্লার চারিকোণে চারিটা কামান সজ্জিত হইয়াছিল, এখন তাহা হইতে ফাক আওয়াজ হইতে দেখিয়া মুসলমানের মনে করিল বাস্তবিকই ফকির গোল খাইয়া ফেলিয়াছে এবং সকলে সমস্বরে চীৎকার করিয়া উঠিল “হজরৎ গোল খা ডালা” এবং সকলে বাছির হইয়া ইংরাগুসৈন্ত আক্রমণ করিতে উদ্যোগী হইল। তখন বাধ্য হইয়া সেনাপতি সৈন্যদিগকে গোলাগুলি চালাইবার অনুমতি দিলেন । কামুণনের গোলায় বাশের কেল্লা ভূমিসাং হইল । তিতুমীর প্রভৃতি, কেল্লার মধ্যেই প্রাণত্যাগ করিল, তাহার ভাগিনেয় ও সেনা, পতি নসিরদি সাড়ে তিনশত বিদ্রোহীর সহিত ৰন্দী হইল। অবশিষ্ট সকলে যে যেমন পাইল পলাইল। কিন্তু ইংরাজসৈন্ত এই হতভাগাদের অনুসরণ করিয়া পশুপক্ষীর দ্যায় বধ করিত্ত্বে লাগিল। কেহবা প্রাণভয়ে বাশবনে কেহ বা আম্ররক্ষে আশ্রয় লইয়াছিল। অনুসরণকারী ষ্ট'রাজসৈন্য তদলস্তাতেই তাহtদিগকে সংহার করিল। এইরূপে ৪৫ শত নিরক্ষর লোকের জীবলীলা সাঙ্গ হইল। বারাসতে বন্দীগণের বিচার হইয়াছিল এবং তাহদের মধ্যে নশিরদি ও আরও দেড়শত লোকের প্রাণদণ্ডের আদেশ হইয়াছিল। এই ঘটনার পর সরাওয়ালদিগকে অনেক নির্ধ্যাতন ভোগ করিতে হইয়াছিল, সকলই দাড়ি ফেলিয়া হিন্দু সাজিতে বাধা হইয়াছিল। পরামাণিকদের প্রতি দাজী গৌরী করিতে ১ টাকা, ১ • ਾਂ রোজগার হইয়াছিল। নিম্নোদ্ভূত গীতাংশ হইতে বুঝাইবে সরাওয়ালাদের কিরূপ দুরবস্থা ঘটিয়াছিল— *জোলানী উঠিয়া থলে উঠরে জোল ঝাট । হাজামবাড়ী গিয়া শীঘ্ৰ গোপদাড়ি কাট ৷ তিতুমীরের গলা ধরি নসরুদি কয়, . তোমার বুদ্ধিতে মামা ঠেকিলাম একি দায়। এসেছে রাঙ্গ গোরা, উদিপর, ব্যাক্তের টোপু মাথায়। এর মারছে, গুলি, ভাঙ্গছে খুলি, হজরোৎগুলি মানলে না । गtब्रtण ३५ब्रांप्ण भांभू ७वांब्र জারজানে রাখলে না।”