পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় শেষের পরিচয় প্রথম প্রকাশ–একটি অসমাপ্ত উপন্যাস । ‘ভারতবর্ষ' মাসিক পত্রে –১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ়-আশ্বিন ও অগ্রহায়ণ ও ফাল্গুন-চৈত্র সংখ্যা ; ১৩s • বঙ্গাব্দের বৈশাখ, আশ্বিন ও অগ্রহায়ণ সংখ্যা ; ১৩৪১ বাবের আষাঢ়-শ্রাবণ, কাৰ্ত্তিক ও ফাঙ্কন সংখ্যা ; এবং ১৩৪২ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় । "শরৎ-সাহিত্য-সংগ্রহুে’র বর্তমান সম্ভারে ( ১২শ সম্ভার ) ভ্রমবশতঃ দেখান হইয়াছে যে, শরৎচন্দ্র ১৮শ পরিচ্ছেদ পর্য্যস্ত রচনা করিয়াছিলেন এবং পরবর্তী অংশ শ্ৰীমতী রাধারাণী দেবী লিখিয়া শেষ করেন । এই ক্রটি মার্জনীয়। প্রকৃত পক্ষে শরৎচন্দ্র ১৫শ পরিচ্ছেদ পর্য্যন্ত রচনা করিয়াছিলেন –অর্থাৎ যেখানে “রাখাল এ প্রশ্নের উত্তর দিল না, নীরবে বাহির হইয়া গেল।” এই পৰ্য্যন্ত । ইহার পর হইতেই শ্রীমতী রাধারাণী দেবী রচনা করিয়াছিলেন । পুস্তকাকারে প্রথম প্রকাশ —৭ই জুন, ১৯৩৯ খ্ৰী: ( আষাঢ় ১৩৪৬ বঙ্গাস্ব )– শ্ৰীমতী রাধারাণী দেবী-লিখিত অবশিষ্টাংশ সমেত । ছবি প্রথম প্রকাশ -গল্প-গ্রন্থ । ১৩২৬ বঙ্গাব্দে মুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত পূজা-বার্ষিকী আগমনী’তে প্রকাশিত । পুস্তকাকারে প্রথম প্রকাণ-মাঘ, ১৩২৬ বঙ্গাৰ (১৬ই জানুয়ারী ১৯২ খ্ৰী: ) অপর দুইটি গল্প ‘বিলাসী’ ও ‘মামলার ফল’ এর সহিত একত্র প্রকাশিত ।