পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ
১৭

বজ্রের সমান শূল ছাড়ে নিনাদক।
চর্ম্ম বর্ম্ম ভেদ করি পশিল ফলক॥
হাহাকার করি মূষা পড়ে ধরাতল।
ধূলায় লুটায় তার সুচারু কুন্তল॥
দেখিয়া জ্ঞাতির গতি বীর গর্ত্তপতি।
বিপর্য্যয় গদা হস্তে নিল মহামতি॥
পঙ্কজের শিরোপরি করিল আঘাত।
এক ঘায়ে হলো ভেক ধরায় প্রপাত॥
কালের কবলে সেই হারাইল জ্ঞান।
রুধিরের স্রোতে প্রাণ করিল প্রয়াণ॥
শরাসনে কলম্বিক যুড়ি তীক্ষ্ম তীর।
ভাণ্ড-বিহারির বক্ষ লক্ষ্য করি বীর॥
ছাড়িল দুর্জয় শর যমের দোসর।
মরিলেন শ্রীভাণ্ড-বিহারী বীরবর॥
দেখি ক্রোধে ক্ষুরদন্ত হইল অস্থির।
তিন শরে কেটে ফেলে কলম্বীর শির॥
আর বার অস্ত্র যুড়ি গৰ্জ্জিয়া ছাড়িল।
বড়্‌বড়িয়ার মাথা কাটিয়া পড়িল॥
অভিমানী ছিল এই ভেকের নন্দন।
আপনার গুণ গানে রত অনুক্ষণ॥