পাতা:ভেক মূষিকের যুদ্ধ.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভেক মূষিকের যুদ্ধ
২৫

ক্ষণেক যুঝিয়া, ঝুঁজিয়া যুঁজিয়া,
মূষাদেহে রক্ত ঝরে॥
প্রাণের আঁধার, রুধিরের ধার,
ঝরিয়া হইল শেষ।
পড়ে শস্যহারী, শরীর বিস্তারি,
লণ্ড ভণ্ড কেশ বেশ॥
একি পরমাদ, হয়ে ভগ্ন-পাদ,
মহানস-প্রিয় বীর।
ত্যজি রণস্থল, গিয়া মহাবল,
লুকাইল স্বশরীর॥
পগারের ঝোড়ে, নিবিড় নিওড়ে,
গোপন করিল কায়।
মণ্ডূক প্রধান, না পায়ে সন্ধান,
নিজ দলে ফিরে যায়॥

পয়ার।

এইৰূপে দুই দলে ঘোর যুদ্ধ হয়।
নিপাত হইল তাহে বহু সৈন্যচয়॥
রুধিরের স্রোত বহে সংগ্রামের স্থলে।
খাদ্যলোভে পিপীলিকা সারি সারি চলে॥