পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস (?? জানিলে এখন হইলে কেমন বড় দেখি পরমাদ ॥ চণ্ডীদাস কহে শুনলো সুন্দরী তুমি যে বড়ুয়ার বহু। শু্যামের মোহন মায়ার কারণ ১৫ লখিতে নারিবে কেহু ॥ ১ । পদউধ—দৈয়াল । ২ । জাগিয়ে—জানাইল পাঠ্যস্তর। পরিবাদ— নিন্দা । ১৪। বড়,য়ার বহু বড়লোকের বধ । ১৫–১৬। শ্রীকৃষ্ণের মোহিনী মায়া, সকলের চক্ষু আবুত করিয়া রাখিবে । কেহ তাহাকে দেখিতে পাইবে না। পাঠান্তর -শ্রামের মোহন গুণের কারণ রাখিতে না পারে কেৱ । ול ל

    • -*
  • >

ধানশী প্রভাত কালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ । উঠিয়া নাগর তুরিতে গেল যে বাধিতে বাধিতে কেশ ॥ সই, তোরে সে বলি যে কথা । & সে বধু কালিয়া না গেল বলিয়া মরমে রহল ব্যথা ॥ রহিয়া আলিসে , , ঠেসনা বালিসে ঢুলু ঢুলু ছুটি আঁখি । রসনে বসনে এখন উঠিয়া দেখি ॥ ঘরে মোর বাদী শাশুড়ী ননদী • মিছা করে পরিবাদ । বদল হয়েছে ১০ ইহাতে এমন করিব কেমন কি হৈল পরমাদ ॥ • X(t চণ্ডীদাস কহে মনের আহিলাদে শুনহে রসিক জন । সদা জ্বালা যার তবে সে তাহার মিলয়ে পিরিতি ধন ॥ এ পদটি পুৰ্ব্ব পদের পাঠান্তর মাত্র। ১৮—১০ । বাধা বিল্প না থাকিলে প্রেম গাঢ় হয় না। সেই জঙ্গে “পরকীয় রতি সেই সে অরতি সেই সে শুজন সার ।"

ԻՀ

রাধা কহে শুন বসিক নাগর পিরিতি বিষম বড়ি । পিরিতি করিয়ে মরিয়ে ঝরিয়ে কেমনে পিরিতি ছাড়ি ॥ নিশি পোষ্ট্রাইল দিবস হইল ৫ মন্দিরে চলিয়া যাও । শাশুড়ী ননদী উঠিয় বৈঠব তুরিতে তাম্বুল খাও ॥ চুড়ার বন্ধন এলায়ে পড়েছে বাধহ যতন করি । : o শ্ৰীমুখমণ্ডল মলিন হয়েছে আহা মরি মরি মরি ॥ হাসিয়া নাগর মুখে দিয়া কর । মুছিতে মুছিতে কামু । - অতি প্রিয় তথ। পড়েছিল সে যে ১৫ • লইল মোহন বেণু। নিজ পীতবাস . পরিতে পরিতে চলিল,নাগর রায় ।