পাতা:মামলার ফল-রবি রায়.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামলার ফল

  • छू-शा ।

শিবু।

  • ष्ट्र ।

শিবু।

  • ष्ट्र । শিৰু।

चश्। গঙ্গা। শিৰু। ग्रंघ । नइ । ווקסף ৰেশ । তা হলি চল, একবার চৌধুরী মশায়ের কাছে যাই। তিনি যা বিধি ব্যবস্থা করবেন—তাই তো মেনে নিবি, না কি ? তা তো বটেই। চৌধুরী মশায়ের বিচারের উপর আর কার কি কথা आँटछु ! তা হ্যারে, ভেন্ন হয়ে প্রেথক তো হবি। কিন্তু গয়ারামের কথাটা একবার তেবে দেখেছিল ? তার কথা আবার ভাবাভাবির কি আছে ? বা ভাবাভাবির নেই ? ধর, তার মায়ের মিত্যুর পর—ম ষষ্ঠীর বালাই নে, ছোড়াটা এই যে এত বড়টি হয়েছে, সে তো তার এই জ্যেঠারই হাতে। তা তারে ছেড়ি সে কি থাকতি পারবে ? এর আর ছেড়ি থাকা থাকি কি ? সম্মার ভাগ হলিও ভিটে ছেড়ি কেউ তো আর আমরা উঠি যাচ্ছিনে। তেবু কথাটা ব্যাখন তুললেই, ত্যাখন বলি, প্রেয়োজন হলি ছেড়ি থাকতি হবে বৈকি ? বাপই যদি ভেন্ন হ’ল, তা হলি ছেলে থাকবে কিসের স্ববাদে বল ? [ গঙ্গামণি ঘর থেকে বেরোল ] ছেলে থাকবে ছেলের স্ববাদে। ওঃ, ওনারা ভেন্ন হবে বলে ছেলেটারেও যেন আমি পর করি দেব ? আ, আবার তুই কথা কছিল। দেখছিল যে এটুটা সমিন্তেয় পড়েছি। সমিস্তে, সমিস্তে আবার কিসের শুনি ? ভেন্ন হলি যদি কারো সোয়াক্তি হয়, তা হোক না ভেন্ন। ভেন্ন হলি ত্যাখন বুঝবে যে কত ধানে কত চাল । - গুনতেছ দা, গুনতেছ। সাধে কি আর ভেন্ন হতে চাচ্ছি ? শালার সমূলার তো লয়—উদ্ধারণপুরের মহাশ্মশান । বলি, শ্মশানের আর দেখেছ কি ? প্রেখক হও, তারপর দেখবে শ্মশান