পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র করিবার পবিত্র বাসন-বাজ নিহিত ছিল, তাহাই এই ঘোর বিপংকালেও তাহার প্রাণরক্ষা করিল পাণিপথের ভাগ্যবিপৰ্য্যয়ে মহারাষ্ট্রীয়গণের অগ্রগতি কিছুদিনের জন্য নিবারিত হইল বটে, কিন্তু ইহাতে মরাঠাদিগের অধ:পতন হইবে বলিয়। যাহারা মনে করিয়াছিলেন, তাহার যুদ্ধের পাচ মাস পরেই অসাধারণ অধ্যবসায়সম্পন্ন মহারাষ্ট্র-সেনাকে দিল্লীর চতুষ্পার্থে মাপনাদিগের আধিপত্যস্থাপনে পুনঃ প্রবৃত্ত দেখিয়া বিস্মিত হইলেন ! বালাজী বাঙ্গীরাওয়ের মৃত্যু সংঘটিত হওয়ায় মহারাষ্ট্রসমাজের অধিনায়কত্ব লইয়া পুণায় গৃহবিচ্ছেদের স্বত্রপাত হইল। বালাজার অন্যতম পিতৃব্যপুত্র রঘুনাথ রাও (দাদা সাহেব ) দ্বিতীয়বার দারপরিগ্রহ করিয়া তাহার মুন্দরী স্ত্রী আনন্দাবাঈয়ের সম্পূর্ণ বশীভূত হইয়া পড়িয়াছিলেন। স্ত্রীর পরামর্শানুসারে তিনি রাজ্যের অদ্ধাংশের প্রার্থনা করায় নুতন বিভ্রাটের সূচনা হইল। বালাজার পুত্র মাধবরাও তরুণবয়স্ক চষ্টয়া ও পিতৃব্যের হস্তে আত্মসমর্পণপুৰ্ব্বক অস্তবিপ্লবের শাস্তি । করিলেন। বিবেক-ভ্রষ্ট রঘুনাথ ভ্রাতুপুত্রকে বন্দী করিয়া স্বয়ং কর্তৃত্ব করিতে লাগিলেন। এ দিকে পাণিপথে মহারাষ্ট্রীয়দিগের শক্তিহ্রাস হইয়াছে দেখিয়া, হায়দ্রাবাদের নিজাম আপনার ক্ষমতাবিস্তারে প্রবৃত্ত হইলেন। রঘুনাথরা ও তাম্ব- সহিত যুদ্ধে পরাভূত হইলেন ; কিন্তু পেশবার হস্তী যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিতে জানিত [ 88న ] ন। বলিয়। রাঘবের সহস্ৰ চেষ্টা-সত্ত্বে ও সে পৃষ্ঠ প্রদর্শনে সন্মত । হইল না ! হইল । যুবক মাধবরা ও যুদ্ধক্ষেত্রে বন্দিবেশে পিতৃব্যের সহিত উপস্থিত ছিলেন । তিনি পিতৃব্যের কুর্দশাদর্শনে বিচলিত হইয়। স্বীয় রক্ষিবর্গ সহ সমরক্ষেত্রে অবতীর্ণ হইলেন। বৃদ্ধ মহলাররা ও হোলকর, এ সময়ে নিজামকে আক্রমণ না করিয়। পুণার সিংহাসন হস্তগত করিবার জন্য মাধবরা ওকে পরামর্শ দান করিলেন । মাধবরা ও বলিলেন, “কাকাকে শত্রুর হস্তে ফেলিয়া কোন মুখে পুণায় ফিরিব?” যুবকের এই মহত্বপূর্ণ উত্তরে বৃদ্ধ মহলার রাও লজ্জিত হইলেন। মাধবরাও শৌর্য্যবলে অচিরে নিজামকে পরাজিত করিয়। পিতৃব্যের মুক্তিসাধন করিলেন। এই ঘটনায় ভ্রাতু-পুত্রের প্রতি দাদাসাহেবের স্নেহ বৰ্দ্ধিত হইল। তিনি সস্তুষ্টচিত্তে মাধবরাওকে সিংহাসন ছাড়িয়া দিলেন ! মাধবরাও তেজস্বী, কোপনস্বভাব ও ধৰ্ম্মপরায়ণ ছিলেন। তিনি কাহারও অল্পায় আচরণে ক্ষমা প্রদর্শন করিতে পারিভেন না । কথিত আছে, একদ। তাছার মাতুল কোন ও XᎻᏙ কাজেই দাদাসাহেবকে শক্রহস্তে বন্দী হইতে . סיג כ भश्tब्राप्ले অনাথ যুবতীর প্রতি পাপদৃষ্টি করিয়াছিলেন। মাধবরাও তাছা অবগত হইলে মাতুলের প্রতি কঠোর বেত্ৰদণ্ডের ব্যবস্থা কমিয়া অপক্ষপাতিত্বের একশেষ দেথাইল্পদিলেন । তাহার জননী ভ্রাতাকে ক্ষমা করিবার জন্য 點 তাহাকে রাজধৰ্ম্ম হইতে বিচুত করিতে পারেন নাই। তাছার মতে”বেগার”ধরিবার প্রথা অবৈধ বলিয়৷ বিবেচিত হইয়াছিল। তাহার প্রধান সেনাপতি একদ। "বেগার”সম্বন্ধে তাহার প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন করিয়া তাহার বিরাগভাজন হুইয়।ছিলেন। বলা বাহুল্য, প্রজাদিগকে সুখী করিবার জম্ভ মাধবরাও বিবিধ হিতকর ব্যবস্থার প্রণয়ন করিয়াছিলেন। স্বপ্রসিদ্ধ দ্যায়পরায়ণ পণ্ডিত রামশাস্ত্রী তাহার শাসনসময়ে মহারাষ্ট্রদেশের প্রধান বিচারপতির পদে প্রতিষ্ঠিত ছিলেন । মহলাররাও হোলকরের মৃত্যুর পর তদীয় পুত্রবধু প্রাতঃস্মরণীয়া অহল্যাবাঈকে অদ্যায়পুঞ্চক অধিকারচু্যত করিয়া হোলকর রাজ্য খাস করিবার জন্ত অর্থলুব্ধ দাদাসাহেব বিশেষ যত্ন করিয়াছিলেন, কিন্তু দ্যায়পরায়ণ মাধবরাও বিরুদ্ধমতাবলধা হওয়ায় তাহার পাপচেষ্টা ফলবতী হয় নাই । এই সময়ে হায়দ্রাবাদের নিজামের দেওয়ান রুখমতউদ্দৌল। স্বীয় প্রাসাদ-নিৰ্ম্মাণের জন্ত এক ব্রাহ্মণের অধিকৃত ভূমি বলপূৰ্ব্বক গ্রহণ করিয়াছিলেন । ব্রাহ্মণ নিদামের দরবারে বহু চেষ্টা করিয়াও কোন প্রতীকীয় পাইলেন না । তখন অনদ্যোপায় হইয়। তিনি পেশবার শরণাপন্ন হইলেন । পুণাদরবার হ হতে এ বিষয়ের প্রতী কার করিবার জন্তু নিজামসরকারে কয়েকবার পত্রাদি প্রেতির হইল । বলা বাহুল্য, নিজাম তৎপ্রতি মনোযোগ করিলেন না। তখন মাধবরাও নবাবের চৈতন্তোৎপাদনের জন্য সেনাসজ্জা করিলেন । মরাঠাফৌজ রাজধানীর নিকটবর্তী হইলে নবাবের নিদ্রা ভঙ্গ হইল । তিনি সন্ধি প্রার্থী হইলে মাধবরাও বলিলেন,–ব্রাহ্মণের ভূমি ব্ৰাহ্মণকে প্রত্যপিত হইলেহ আমরা প্রতিনিবৃত্ত হইব । এই অভিযানের ব্যয়স্বরূপ নিজাম স্বেচ্ছাপূৰ্ব্বক আমাদিগকে যাহ। দিবেন, আমরা তাহহে গ্ৰহণ করিতে প্রস্তুত আfছ ; কিন্তু নবীপকে কোরাণস্পশপুৰ্ব্বক বংশপরম্পরাক্রমে ঐ ব্রাহ্মণকে তাহার ভূমির উপস্ব ত্ব ভোগ করিবার সনন্দ লিথিয়া দিতে হইবে। নবাব সে প্রস্তাবে সম্মত হইলে মহারাষ্ট্র সৈকগণ পুণায় পুনরাবৃত্ত হইল । মাধবরা ওয়ের চেষ্টায় মহারাষ্ট্রীয়দিগের মধ্যে পুনৰ্ব্বার নবজীবনের সঞ্চার হইয়াছিল। পাণিপথের যুদ্ধে মহারাষ্ট্রীষ্মদিগের সর্বনাশ হুইয়াছে মনে করিয়া ধfহার মন্তক্ষোত্তোলনের চেষ্টা করিয়াছিলেন, তিনি স্বীয় ভুজ বলে স্বল্পদিনের মধ্যে 3