বিষয়বস্তুতে চলুন

পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণী ষ্ট্রেশনের বাহিরে আসিয়া দেবগণ যে দিকে চাহেন, দেখেন একটি মেম ও একটি সাহেব জোড়ে পরিভ্রমণ করিতেছে । মেম নাকি-মুরে মিহি-গলায় সাহেবকে মনের কথা ব্যক্ত করিতেছেন, সাহেব চুরুট টানিতে টানিতে ভারি গলায় মেমের কথার উত্তর দিতেছেন। তাহাদের গায়ের বোটুকা গন্ধের সহিত চুরুটের গন্ধ মিশ্রিত হইয়া এক অভিনব নৃত্তন গন্ধ বাহির হইতেছে। কোন স্থানে কতিপয় ইংরাজ বালক ও বালিকা ছুটিতেছে, বসিতেছে, কেহ বা মস্তকের টুপী দূরে নিক্ষেপ করিয়া “হে৷” “হো" শব্দে হাসিতে হাসিতে দৌড়িয়া গিয়া কুড়াইয়ু আনিতেছে। ইন্দ্ৰ কহিলেন, “আহা ! যেন মল্লিকাফুলের বাগান। এ স্থানের নাম কি বরুণ ?” বরুণ এ স্থানের নাম সিকরোল । এখানে ইংরাজেরা বাস করে । এই সময়ে দেবগণকে দেখিতে পাইয়া কয়েকখানি গাড়ি ও কতিপয় গঙ্গাপুত্ৰ ও যাত্রাওয়ালা ছুটিয়া আসিল । পিতামহ তাহাদিগের পরিচয় জিজ্ঞাসা করিলে গঙ্গাপুত্ৰ কহিল, “আমি গঙ্গাপুত্র, আমার কাজ গঙ্গাস্নান সময়ে মন্ত্র পড়ান, আমি মন্ত্র না পড়াইলে লোকের স্বান সিদ্ধ হয় না।” যাত্রাওয়াল কহিল, “আমার কাজ যাত্রীদিগকে দেবালয় সকল দর্শন করাইয়া আনা ।” শুনিয়া নারায়ণ ইন্দ্রের কাণে কাণে বলিলেন, "দাদা মহাশয় এখানে অনেকগুলি “ভূইফোড়" দৌহিত্রের মুখ দেখে “দৌহিত্রজ লোকে যাবার পথ পরিষ্কার করিলেন । অত:পর দেবগণ একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া উভয় দিকের দরজা খুলিয়া দেখিতে দেখিতে চলিলেন। নারায়ণ এই সময় দূরে একটি বহুচূড়াবিশিষ্ট বাড়ী দেখিয়া বরুণকে জিজ্ঞাসা করিলেন, “বরুণ। ওটা কি ?” বরুণ। উহা সিকরোল কলেজ। কলেজের বাড়ীটি বড় চমৎকার ! কলেজের নিকটস্থ প্রাঙ্গণে একটি ক্ষুত্র পুষ্করিণী আছে এবং দর্শকদিগের কৌতুহল বৃদ্ধির জন্য জলে দুটি কুম্ভীর পোষা হইয়াছে। কলেজের মধ্যে একটি উক্লষ্ট পুস্তকালয় আছে। পুস্তকালয়ে ইংরাজী অপেক্ষা সংস্কৃত পুস্তকের ভাগ বেশী। এই স্বানে কর্ণেল উইলফোর্ডের কবর আছে। ইনি একজন বিখ্যাত সৃংস্কৃতজ্ঞ ছিলেন। У o e