বিষয়বস্তুতে চলুন

পাতা:অঙ্কচন্দ্রিকা.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२ ] উক্ত রূপে অর্থাৎ ঐ পঠে কাগজের পৃষ্ঠে রসদ লিখিলে বাহকের অর্থাৎ যে টাকা আনিতে যাইবে তাহাকে টকা দিবীর কারণ একোণ্টেণ্ট জেনেরেল সাহেব ড্রাফট দিবেন সেই ব্যক্তি ড্রাফ টের পৃষ্ঠে নিজ নাম ধাম সহী করিয়' রসিদ দিলে অনায়াসে টাকা পাই८बन ड्रे“ड। এটণী (মুক্তিয়ার) অথবা এজেন্ট কাষ সম্পাদন কর্ত্তা স্বারা কোম্পানির কাগজের সুদ পাইবার নিয়ম। কলিকা তা নিবাসী কোন ব্যক্তি আপনার এটণী কিম্বা এজেন্ট (মুক্তিয়ার) কিম্বা উtহার কার্য্য সম্পাদন কর্ভার অর্থtং তাহার কর্ম্ম চালাইবার তার যে ব্যক্তির প্রতি আছে, এম ত ব্যক্তির দ্বারা আপনার নামের কোম্পানির কাগজের ক্ষু দ পাইবার মানস হই লে, সুপ্রিম কোর্টের কোন এক উকীলের দ্বারা ইংরাজী ভাষায় ও অক্ষরে এক পাউয়ার অব এটণী অর্থাৎ মুক্তিয়ার নাম এই মর্ম্মে লিখিবেন, ষে অমুক স্থান নিবাসী শ্রীযুত অমুককে এটণী মোকরর করিলাম, এটণীর্ণ মজকুর আমীর নামের কোম্পানির কাগজে তাহার নিজ নাম দস্তখৎ করিয়া জেনেরেল ট্ৰেজর হইতে রীতিমত ঐ কাগজের সুদ বাহির করিলে আমার আপনার প্রাপ্ত হওয়ার ন৷tয় হইবেক। পরন্তু ঐ এটণী' উক্ত ক্ষমতা প্রাপ্ত হইয়া আপনার নাম দস্তখং করিয়া সুদ বাহির করিতে পরিবেন, আর যদি ঐ পাউয়ার অtব এটণী তে সম্পষ্টরূপে বিক্রয় করিবণর ক্ষমতা থাকে তবে তন্দ্বারা ঐ মুক্তিয়ার ঐ কাগজ বিক্রয় করিতে পাfরবেন ইতি। মফস্বল অর্থাৎ সুপ্রিমকে টর এলাকার বাহিরে জিলা নিবtণী কোন ব্যক্তি বাঙ্গাল কিম্ব অন্য ভাষায় পুর্ব্বেক্ত মর্ম্মে মুক্তিয়ার নাম লিখিয়া ঐ দিলার মাঙ্গিষ্ট্রেট বা অন্য হাকিমের দ্বারা তসদিক করাইয়া দিলে মুক্তিয়ার জেনেরেল ষ্ট্রে জরী হইতে সুদ বাহির কৰতে পারি বন। মফস্বল টুেজরী হইতে অর্থাৎ সরকারের জিলার খাজান"খান হইতে কোম্পানির কাগজের সুদ বাহির করিবার নিয়ম। কলিকাতা রাজধানীর জেনেরেল ষ্ট্রে জরী ভিন্ন কোন জিলার