পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় শ্ৰুতকীৰ্ত্তি ॥ কী বক্‌ছ .....ভালে ক’রে দ্যাখ— o ভাণমতী ॥ ফের তুড়ি ফের ফুক ! ধুকৃপুৰ্ব্ব-ধুকৃপুৰ্ব্ব ॥ নয়, তিন, তিন এক । দূরে নেই কাছে দ্যাথ । পায়ের তলায় চাতাল দেখি, চাতালের তলে পাতাল দেখি ! পাতালে দেখি বাসুকি । সুধার ভাণ্ড কোলে ক’রে নাগ বাসুকী অসুখী ॥ হাজার মাথা নেড়ে বলছেন, হেথায় নেই, হেথায় নেই, হেথায় নেই!...তবে কোথায় ? নয়ে তিন তিনে এক, মাথার উপর চেয়ে দ্যtখ ; মাথার উপর কি দেখি ? অরুণ-রথে সুধ্যিকে দেখি — স্থর্য্যি মামা, স্বৰ্য্য মামা, মাথা খাও ! স্থর্ষ্যি বংশের চুড়ে দেখাও ! সুর্ষ্যি বল্লেন ইশারায়, ইশারায় দিশ পাই ! কি দেখিরে কি দেখি, স্থর্ষ্যি-বংশের চার চুড়ে চার ভাইকে দেখি! —সরযুর তীরে সববাইকে দেখি,—কিন্তু— ৯১