পাতা:জাল মোহান্ত.pdf/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ XQ's পিকিনের বিখ্যাত প্রাচীর আমাদের দৃষ্টিপথে পতিত হইল ; দেখিলাম যত দূর দৃষ্টি যায়—তত দূর পর্য্যস্ত তাহ প্রসারিত রহিয়াছে ! স্বৰ্য্যাস্তের কিছু পূৰ্ব্বে একটি তোরণপথে আমরা নগরে প্রবেশ করিলাম ; দেউড়ীর নিকটেই আমাদিগকে কিছু শুষ্ক দিতে হইল। নগরে প্রবেশ করিয়া আমরা একজন পথপ্রদর্শককে সঙ্গে লইলাম ; আমাদের বাসগৃহ পূর্বেই স্থির করিয়া রাখা হইয়াছিল ; অনেক সংকীর্ণ পথ ঘুরিয়া পথপ্রদর্শকের সঙ্গে সেই বাড়ীর সম্মুখে উপস্থিত হইলাম । আমরা পথপ্রদর্শককে বিদায় দিয়া দরজায় আঘাত করিতে লাগিলাম । অল্প ক্ষণ পরে একটি বিপুলকায় চীনাম্যান আসিয়া দরজা খুলিয়া দিল। অকুমা দ্বারের ঠিক সম্মুখেই দাড়াইয়াছিলেন, লোকটি র্তাহাকে জিজ্ঞাসা করিল, “আপনার এখানে কি চান ?” অকুমা বলিলেন, “শান্তি লাভের আশায় আমরা এখানে আসিয়াছি।” চীনাম্যান এই কথা শুনিয়া অকুমাকে অভিবাদন করিয়া বলিল, “আমরা কয়েক দিন যাবৎ আপনার প্রতীক্ষা করিতেছি, ভিতরে আসুন, এ বাড়ী আপনারই।" আমরা গৃহ মধ্যে প্রবেশ করিলাম ; অবিলম্বে আমাদের বিশ্রামের কক্ষ নির্দিষ্ট হইল। অকুমার জিনিস পত্র নামাইয়া লইয়া কুলিদের বিদায় করিলাম। গৃহে আর কেহ নাই দেখিয়া অকুমা আমাকে বলিলেন, “পিকিন পৰ্য্যন্ত আসিয়া,পড়া গেল 'এখন হইতে আমাদিগকে অত্যন্ত সাবধানে