পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে থাকে থাকু না দ্বারে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে শুধুতেমার বাণী নয় গে৷ শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ও আমার মন যখন জাগৃলি না রে মোর মরণে তোমার হবে জয় এবার আমায় ডাক্লে দূরে নাই কি রে তীর, নাই কি রে তোর তরী নাই বা ডাকো, রইব তোমার দ্বারে না বাচাবে আমায় যদি যেতে যেতে এক্‌লা পথে মালা-হ’তে খসে’-পড়া ফুলের একটি দল কোন বারতা পাঠালে মোর পরাণে যেতে যেতে চায় না যেতে সেই ত আমি চাই শেষ নাহি যে না রে তোদের ফিরতে দেব না রে মনকে হোথায় বসিয়ে রাখিসনে এতটুকু আঁধার যদি কাচা ধানের ক্ষেতে যেমন দুঃখ যদি না পাবে ত না রে না রে হবে না তোর স্বর্গসাধন তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ করবে না গে৷ এই যে ধূলা, আমার না এ و لك 888 886. هي 88 88b 88) 8 (to 8@ > 8& 8 8(2 ○ 8 & 8

  1. & &

8(tw・ 8( 8 & 3. 8と8 8ど○ را رها 8 8õዓ 8ぐッb" 8 りふ)