পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কর্ণ-কুন্তী-সংবাদ

কর্ণ


প্রণমি তােমারে আর্য্যে! রাজমাতা তুমি,
কেন হেথা একাকিনী? এ যে রণভূমি,
আমি কুরুসেনাপতি।

কুন্তী


    পুত্র, ভিক্ষা আছে,—
বিফল না ফিরি যেন।

কর্ণ


   ভিক্ষা, মাের কাছে?
আপন পৌরুষ ছাড়া, ধর্ম্ম ছাড়া আর
যাহা আজ্ঞা কর, দিব চরণে তােমার।

কুন্তী


এসেছি তােমারে নিতে।

কর্ণ


    কোথা ল’বে মােরে?

তৃষিত বক্ষের মাঝে—লব মাতৃক্রোড়ে

২২৩