পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সতী

পশে না হৃদয়মাঝে। ছেড়ে দাও মােরে,
ছেড়ে দাও! পতিরক্তসিক্ত স্নেহভডারে
বেঁধাে না আমায়।

বিনায়ক রাও


   কন্যা নহেক পিতার।
শাখাচ্যুত পুষ্প শাখে ফিরেনাক আর।
কিন্তু রে শুধাই তােরে কারে ক’স পতি
লজ্জাহীনা! কাড়ি নিল যে ম্লেচ্ছ দুর্ম্মতি
জীবাজির প্রসারিত বরহস্ত হ'তে
বিবাহের রাত্রে তােরে-বঞ্চিয়া কপােতে
শ্যেন যথা ল’য়ে যায় কপােত-বধূরে
আপনার ম্লেচ্ছ নীড়ে,—সে দুষ্ট দস্যুরে
পতি ক’স তুই!—সে রাত্রি কি মনে পড়ে?
বিবাহ-সভায় সবে উৎসুক অন্তরে
বসে' আছি,—শুভলগ্ন হ’ল গতপ্রায়,—
জীবাজি আসে না কেন সবাই শুধায়,
চায় পথপানে। দেখা দিল হেনকালে
মশালের রক্তরশ্মি নিশীথের ভালে,
শুনা গেল বাদ্যরব। হর্ষে উচ্ছ্বসিল
অন্তঃপুরে হুলুধ্বনি। দুয়ারে পশিল

১৯৩