পাতা:কাব্যগ্রন্থ (অষ্টম খণ্ড).pdf/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি কখন যে দিন ফুরিয়ে যাবে, আসবে আঁধার করে’, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে । যেটুকু এর রং ধরেছে, গন্ধে সুধায় বুক ভরেছে, তোমার সেবায় লও সেটুকু থাকতে স্থসময় । ছিন্ন কর ছিন্ন কর আর বিলম্ব নয় ॥ ৩রা আষাঢ়, ১৩১৭ ৷ ○q\ど