পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

মহিষী


ওগাে নাই। যাও তুমি সৈন্যদল ল’য়ে
খোঁজ তা'রে পথে পথে আলয়ে আলয়ে,
কর ত্বরা। ওগাে তা'রে করিয়াছে চুরি
তােমার প্রজারা মিলে। নিষ্ঠুর চাতুরী
তাহাদের। দূর করে দাও সর্ব্বজনে।
শূন্য করে' দাও এ নগরী, যতক্ষণে
ফিরে নাহি দেয় মালিনীরে।

রাজা


    গেছে চলে’?
প্রতিজ্ঞা করিনু আমি ফিরাইব কোলে
কোলের কন্যারে মাের। রাজ্যে ধিক্ থাক!
ধিক ধর্ম্মহীন রাজনীতি! ডাক, ডাক্
সৈন্যদলে।

( যুবরাজের প্রস্থান)


মালিনীকে লইয়া সৈন্যগণ ও প্রজাগণের মশাল ও
সমারােহ সহকারে প্রবেশ


ব্রাহ্মণগণ


  জয় জয় শুভ্র পুণ্যরাশি,
বিগ্রহিণী দয়া।

১০৩