পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

কল্যাণী


   সব গেছে মাের।

ক্ষীরাে


হাতে আছে কিছু নগদ টাকা কি?

কল্যাণী


সব নিয়ে গেছে, কিছু নেই বাকি।

ক্ষীরাে


অদৃষ্টে ছিল এত দুখ তোের!
গয়না যা ছিল হীরে মুক্তোর,
সেই বড় বড় নীলার কষ্টি
কানবালা যােড়া বেড়ে গড়নটি,
সেই যে চুনীর পাঁচনলীহার
হীরে-দেওয়া সীঁথি লক্ষ টাকার,
সেগুলা নিয়েছে বুঝি লুটে পুটে?

কল্যাণী


সব নিয়ে গেছে সৈন্যেরা জুটে।

ক্ষীরাে


আহা তাই বলে, ধনজনমান
পদ্মপত্রে জলের সমান।

২৯৮