পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতি-মাল্য কত রাতে, কত প্রাতে, কত গভীর বরষাতে, কত বসন্তে, তোমায় আমায় সকৌতুকে কেটেচে দিন দুঃখে সুখে কত আননেন । আমার পরশ পাবে বলে’ আমায় তুমি নিলে কোলে কেউ ত জানে ন; তা' রইল আকাশ অবাক মানি, করল কেবল কানকিনি বনের লতাপাত । মোদের দোতার সেই কাহিনী ধরেচে আজি কোন রাগিণী ফুলের সুগন্ধে ? সেই মিলনের চাওয়া পাওয়া গেয়ে বেড়ায় দখিন তাওয়া কত বসন্তে ৷ মাঝে মাঝে ক্ষণে ক্ষণে যেন তোমায় হ’ল মনে ধরা পড়েচ । ミぬや