পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণজন্তলী প্রথম দৃশ্বের গীতি-ভূমিকা নবীনের আবির্ভাব Y বেণুবনের গান ওগো দখিন হাওয়া, পথিক হাওয়া, দোকুল দোলায় দাও দুলিয়ে ! নূতন পাতার পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে । আমি পথের ধারের ব্যাকুল-বেণু, হঠাৎ তোমার সাড়া পেনু, व्षांश, এস আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে । ওগো দখিন হাওয়া, পথিক হাওয়া, পথের ধারে আমার বাস । জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা। © ᏄᎼ