পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন পঞ্চক গান বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হ’তে কুয়ারে কর কেউ ত হানে না ! আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ ত আনে না । তুমি ডাক দিয়েচ কোন সকালে কেউ তা জানে না ! ছাত্রদলের প্রবেশ ) প্রথম । ওহে পঞ্চক । পঞ্চক । না ভাই, আমাকে বিরক্ত কোরো না । দ্বিতায় । কেন ? হ’ল কি তোমার ? পঞ্চক । ওঁ তট তট তেতিয় তেতিয়— তৃতীয় । এখনো তট তট তোতয় তোতয় ঘুচুলান ? ওযে আমাদের কোনকালে শেষ হ’য়ে গেচে তা মনেও আনতে পারিনে । প্রথম । না ভাই, পঞ্চককে একটু পড়তে দাও ; নইলে Ꮌ ©