পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চতুর্থ দৃশ্য

রাজ উপবন

মালিনী, পরিচারিকাবর্গ ও সুপ্রিয়

মালিনী


হায়, কি বলিব! তুমিও কি মাের দ্বারে
আসিয়াছ দ্বিজোত্তম? কি দিব তােমারে?
কি তর্ক করিব? কি শাস্ত্র দেখাব আনি?
তুমি যাহা নাহি জান, আমি কি তা জানি?

সুপ্রিয়


শাস্ত্রসাথে তর্ক করি, নহে তােমাসনে।
সভার পণ্ডিত আমি তােমার চরণে
বালকের মত। দেবি, লহ মাের ভার।
যে পথে লইয়া যাবে, জীবন আমার
সাথে যাবে, সর্ব্ব তর্ক করি পরিহার,
নীরব ছায়ার মত দীপবর্ত্তিকার।

মালিনী


হে ব্রাহ্মণ, চলে' যায় সকল ক্ষমতা
তুমি যবে প্রশ্ন কর, নাহি পাই কথা।

১০৯