পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন সুভদ্র । একজটা দেবী— দাদাঠাকুর । একজটা দেবী ! উত্তরের দিকের দেয়ালটা ভাঙবামাত্রই একজটা দেবীর সঙ্গে আমাদের এমনি মিল হ’য়ে গেল যে সে আর কোনোদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না । এখন তা’কে দেখলে মনে হবে সে আকাশের আলো--তা’র সমস্ত ক্তটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েচে । সুভদ্র । এখন আমি কি করব ? পঞ্চক। এখন তুমি আছ ভাই আর আমি আছি । ভজনে মিলে কেবলি উত্তর দক্ষিণ পূব পশ্চিমের সমস্ত দরজা জানালাগুলো খুলে খুলে বেড়াল ! ( উপাচার্য্যের প্রবেশ । উপাচার্যা । তৃণ পাওয়া গেল না—কোথায়ও তৃণ পাওয় গেল না ! আচায়া । সুতসোম, তুমি বুঝি তৃণ খুঁজেক্ট বেড়াচ্ছিলে ? উপাচার্য্য । ঠা, ইন্দ্রতৃণ, সে ত কোথাও পাওয়া গেল না । হায়, হায় ! এখন আমি করি কি " এমন জায়গাতেও মানুষ বাস করে ! আচাৰ্য্য। থাক তোমার তৃণ ! এদিকে একবার চেয়ে দেখ ! উপাচাৰ্য্য । এ কি ! এ যে আমাদের গুরু ! এখানে । এই ما اما اج