পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন আজ তিনি হঠাৎ আসতে যাবেন এটা বিশ্বাস করতে পারিনে । সঞ্জীব । তোমার তর্কটা কেমনতর হ’ল হে, জয়োত্তম ? উনিশ বছর আসেননি বলে বিশ বছরে আসাটা অসম্ভব হ’ল কোন যুক্তিতে ? বিশ্বস্তুর । তা হ’লে অঙ্কশাস্ত্রটাঠ অপ্রমাণ হ’যে যায় । তবে ত উনিশ পয্যন্ত বিশ নেই বলে’ উনিশের পরেও বিশ থাকতে পারে না । সঞ্জীব । শুধু অঙ্ক কেন, বিশ্বব্রহ্মা গুটা ও টেকে না। কারণ, যা এ মুহূৰ্বে ঘটেনি, তা ও মুহূৰ্বেই বা ঘটে কি করে’ ? জয়োত্তম । অারে । ঐটেই ত আমার তর্ক ! কে বল্লে ঘটে ? যা পূর্বে ঘটেনি তা কিছুতেই পরে ঘটতে পারে না। আচ্ছা, এস, কিছু যে ঘটে সেইটে প্রমাণ করে' দা ও ! পঞ্চক । ( জয়ে স্তমের কাধে চড়িয়া ) প্রমাণ ? এই দেখ প্রমাণ ! ঘুণ ঘুণ ঘুণাপয় ঘূণাপয়— জয়োত্তম । আঃ পঞ্চক কর কি ! নব বলচি ! অtঃ নাব ! পঞ্চক । আমি যে তোমার কাধে চড়েচি সেটা প্রমাণ না করে দিলে আমি কিছুতেই নবচিনে। ঘুণ ঘুণ ঘুণাপয় ঘুণাপয়— >Qの