পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ দেহ মন মিলায়ে যাক হইয়া যাক গর ওহে অন্ধকারের স্বামী ! বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারা ঐ চরণে যাক থামি । নিৰ্ব্বাসনে বাধা আছি দুৰ্ব্বাসনার ডোরে ওহে অন্ধকারের স্বামী । সব বাধনে তোমার সাথে বন্দী কর মোরে ওহে আমি বঁাধনকামী । আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম, ওহে অন্ধকারের স্বামী— সকল ঝরে সকল ভরে আমুক সে চরম ওগো মরুক না এই আমি | > >(?