পাতা:কাব্যগ্রন্থ (দশম খণ্ড).pdf/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कॉीन জান না রে অধো উদ্ধে বাহির অন্তরে ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-অtশ্রয় তোল আনত শির, ত্যজ রে ভয়ভার, সতত সরল চিতে চাহ তারি প্রেমমুখপানে । ககன் সুন্দর বহে আনন্দ মন্দানিল, সমুদিত প্রেমচন্দ্র, অন্তর পুলকাকুল । কুঞ্জে কুঞ্জে জাগিছে বসন্ত পুণ্যগন্ধ, শূন্যে বাজিছে রে অনাদি বীণাধবনি । অচল বিরাজ করে— শশিতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্ৰিভূবনেশ্বর পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত, জয় জয় গীত গাঙ্গে স্তরনর ॥ TAT STATAAAS মহারাজ, এ কি সাজে এলে হৃদয়পুর মাঝে চরণতলে কোটি শশিসূৰ্য্য মরে লাজে । গৰ্ব্ব সব টুটিয়া মূচ্ছি পড়ে লুটিয়া সকল মম দেহমন, বীণাসম বাজে । ૨જે 8