পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক দিনে, জগতের চারিদিকে রুদ্ধ হয় আনন্দের দ্বার । প্রিয়ে, হতভাগ্য আমি, তাই বলে’ নহি অবিশ্বাসী ! চল, যাই ! চতুর্থ দৃশ্য ত্রিচুড়–অন্তঃপুর ইলা ও সর্থীগণ ইলা মিছে কথা, মিছে কথা ! তোরা চুপ কর । আমি তা’র মন জানি । সখি, ভালো করে” বেঁধে দে কবরী মোর ফুলমালা দিয়ে ! নিয়ে আয় সেই নীলাম্বর । স্বণথালে আন তুলে শুভ্র ফুল্ল মালতীর ফুল । নিঝরিণীতীরে ওই বকুলের তলা ভালো সে বাসিত ; ওইখানে শিলাতলে পেতে দে আসনখানি । এমনি যতনে প্রতিদিন করি সাজ ; এমনি করিয়া প্রতিদিন থাকি বসে’ ; কে জানে কখন সহসা আসিবে ফিরে প্রিয়তম মোর । >Qa