পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক তুমি চিরদিন মধুপবনে চির-বিকশিত বন-ভবনে যেয়ে মনোমত পথ ধরিয়া, তুমি নিজ সুখ-স্রোতে ভাসিয়ে ! যদি তা’র মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া যদি দূরে পড়ি তাহে ক্ষতি কি, মোর স্মৃতি মন হ’তে নাশিয়ো ! পঞ্চম দৃশ্য কাশ্মীর—শিবির বিক্রমদেব, জয়সেন ও যুদ্ধাজিৎ জয়সেন কোথায় সে পালাবে রাজন ! ধ’রে এনে দিব তা’রে রাজপদে। বিবর দুয়ারে অগ্নি দিলে বাহিরিয়া আসে ভুজঙ্গম উত্তাপকতর। সমস্ত কাশীর ঘিরি লাগাব আগুন ; আপনি সে ধরা দিবে। >(?ふ