পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 o আপন হ’তে বাহির হ’য়ে বাইরে দাড়া ! বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া । এই যে বিপুল ঢেউ লেগেচে তোর মাঝেতে উঠক নেচে, সকল পরাণ দিক না নাড়া— বাইরে দাড়া, বাইরে দাড়া ! বোস না ভ্রমর এই নীলিমায় আসন ল’য়ে অরুণ আলোর স্বর্ণ-রেণুমাখা হ’য়ে । যেখানেতে অগাধ ছুটি, মেল সেথা তোর ডানা দুটি, সবার মাঝে পাবি ছাড়া ; বাইরে দাড়া, বাইরে দাড়া ! 8ᎽᏬ