পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ 것 জানি নাই গো সাধন তোমার বলে কারে । আমি ধলায় বসে’ খেলেচি এষ্ট তোমার দ্বারে । অবোধ আমি ছিলেম বলে’ যেমন খুসি এলেম চলে’ ভয় করিনি তোমায় আমি অন্ধকারে } তোমার জ্ঞানী আমায় ললে কঠিন তিরস্কারে “পথ দিয়ে তৃষ্ট আসিস নি যে ফিরে যারে ” ফেরার পন্থী বন্ধ করে” আপনি বাধ বান্তর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে । চৈত্র, రి:R o והסכי 9—47