পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতি-মাল্য তোমার ছায় পড়ে যে সরোবরে গো কমল সেথা ধরে না, নাহি ধরে গেী । জলের ঢেউ তরল তানে সে ছায়া ল’য়ে মাতিল গানে ; ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে । যে বাশিখানি বাজিছে তব ভবনে সহসা তাহা শুনিব মধু পবনে । তাকায়ে র’ব দ্বারের পানে, সে তানখানি লইয়। কানে বাজায়ে বীণা বেড়াল গান গাহিরে । এমনি করে ঘুরির দূরে লাতিরে । ৯ই বৈশাখ, ১৩১৯ শান্তিনিকেতন