বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন ‘প্রাচ্য ও পাশ্চাত্যে’র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল । পুস্তকপানির প্রথম সংস্করণ অনেক দিন নি:শেষ হইয়াছিল। নানাকারণে উহার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইতে বিলম্ব হইল। পূৰ্ব্বাপর হইতে এবার অধিক আদর হইবে, আশা করা যায় ! f স্বদেশী আন্দোলনের স্বত্রপাত হইতে আমাদের দৃষ্টি নিজ দেশের প্রতি কিছু আকৃষ্ট হইয়াছে বটে, কিন্তু স্বদেশভক্তির মূলভিত্তি সম্বন্ধে এবং পাশ্চাত্যদেশ হইতেই বা কিরূপে তাহদের কি কি গুণ গ্রহণ করিলে আমাদের জাতীয় উন্নতি হইতে পারে, তৎসম্বন্ধে সাধারণের একটা পরিষ্কার ধারণা নাই। কেহ কেহ পাশ্চাত্য জাতির উপর অযথা বিদ্বেষ-সম্পন্ন হইয়া উঠিতেছেন। আশা করি, স্বামীজির এই নিরপেক্ষ সমালোচনাগ্রন্থ দ্বারা লোকশিক্ষার বিশেষ সহায়তা হইবে। i এবার পুস্তকখানি স্বামিজীর হস্তলিপির সহিত ভাল করিয়া । মিলাইয়া দেওয়া হইয়াছে এবং পুস্তকপাঠের সুবিধার জন্য কতকগুলি ‘মার্জিন্তাল নোট এবং দুই চারিটি ‘ফুটনোটাও সংযুক্ত হইয়াছে। পুস্তকখানি পাইক টাইপে ও উৎকৃষ্ট মোটা এ্যাটিক’ কাগজে ছাপা হইল এবং স্বামীজির একখানি । ‘হাফটোন চিত্র দেওয়া হইল। এই সকল কারণে ব্যয়াধিক্য হওয়া সত্বেও মূল্য সামান্তমাত্র বৃদ্ধি করা হইল। ইতি— বশম্বদ প্রকাশক