পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাতা সেটা কেমন আহাম্মকি ? তেমনি এ পারি। অবিবাহিত মেয়ে এদেশে আমাদের দেশের মত সুরক্ষিতা, তারা সমাজে প্রায় মিশিতে পায় না। বের পরে তবে নিজের স্বামীর সঙ্গে সমাজে মেশে ; বে-থা মায়ে-বাপে দেয়— আমাদের মত। অার এরা, আমোদপ্রিয়, কোনও বড় সামাজিক ব্যাপার নৰ্ত্তকীর নাচ না হলে সম্পূর্ণ হয় না। যেমন আমাদের বে, পুজো সৰ্ব্বত্রে নৰ্ত্তকীর আগমন । ইংরেজ ওলবাট-মুখ, অন্ধকার দেশে বাস করে, সদা নিরানন্দ, ওদের মতে এ বড় অশ্লীল, কিন্তু থিয়েটারে হলে আর দোষ নেই। একথাটাও বলি যে, এদের নাচটা আমাদের চোখে অশ্লীল বটে, তবে এদের সয়ে গেছে । নেংটি নাচ সৰ্ব্বত্র, ও গ্রাহের মধ্যেই নয় । কিন্তু ইংরেজ আমেরিক দেখতেও ছাড়বে না, আর ঘরে গিয়ে গাল দিতেও ছাড়বে না। স্ত্রী-সম্বন্ধী আচার পৃথিবীর সর্বদেশেই একরূপ অর্থাং পুরুষ মানুষের অন্য স্ত্রীসংসর্গে বড় দোষ হয় না, - - কিন্তু স্ত্রীলোকের বেলাটায় মুস্কিল। তবে ফরাসী পুরুষ একটু খোলা, অন্য দেশের ধনী লোকেরা যেমন এ সম্বন্ধে বেপরোয়, তেমনি। আর ইয়োরোপী পুরুষ সাধারণ ওবিষয়ট অত দোষের ভাবে না। অবিবাহিতের ওবিষয়ে ίγο