পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য বিলাসপরতায় তুৰ্ব্বল হতে লাগল ; সেই সময় আবার জম্বুদ্বীপ অমুরবাহিনী ইউরোপের উপর নিক্ষেপ করলে। অমুর তাড়নায় উত্তর-ইউরোপী বৰ্ব্বর রোমসাম্রাজ্যের উপর পড়লো ! রোম উৎসন্ন হয়ে গেল। জম্বুদ্বীপের তাড়ায় ইউরোপের বর্বর্বর আর ইউরোপের ধ্বংসাবশিষ্ট রোমক-গ্ৰীক মিলে এক অভিনব জাতির সৃষ্টি হলো ; এ সময় য়াহুদীজাতি রোমের দ্বারা বিজিত ও বিতাড়িত হয়ে, ইউরোপময় ছড়িয়ে পড়লে, সঙ্গে সঙ্গে তাদের নূতন ধৰ্ম্ম কুশ্চানীও ছড়িয়ে পড়লো। এই সকল বিভিন্ন জাত, মত, পথ নানাপ্রকারের অসুরকুল, মহামায়ার মুচিতে, দিবারাত্র যুদ্ধ মরিকাটের আগুনে গলে মিশতে লাগলো ; তা হতেই এই ইউরোপী জাতের সৃষ্টি । হিদুর কালরঙ থেকে, উত্তরে তুধের মত সাদা রঙ, কাল, কটা লাল বা সাদা চুল, কাল চোখ, কটা চোখ, নীল চোখ, দিব্যি হিদুর মত নাক মুখ চোখ, বা জাতামুখে চীনেরাম, এই সকল আকৃতিবিশিষ্ট এক বৰ্ব্বর, অতি-বর্বর ইউরোপী জাতির সৃষ্টি হয়ে গেল। কিছুকাল তারা আপনা-আপনি মারকটি করতে লাগলো ; উত্তরের গুলো বম্বেটেরূপে বাগে পেলেই অপেক্ষাকৃত সভ্যগুলোর উৎসাদন করতে লাগল। মাঝখান থেকে, ১০৭