পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসম্ভব ভালো যথাসাধ্য-ভালো বলে, ওগো আরো-ভালো, কোন স্বৰ্গপুরী তুমি করে থাক আলো ? আরো-ভালো কেঁদে কহে, আমি থাকি হায় অকৰ্ম্মণা দান্তিকের অক্ষম ঈর্ষায় । নদীর প্রতি খাল খাল বলে, মোর লাগি মাথা-কোটাকুটি, নদীগুলা আপনি গড়ায়ে আসে ছুটি । তুমি খাল মহারাজ—কহে পারিষদ— তোমারে যোগাতে জল আছে নদীনদ । স্পৰ্দ্ধা হাউই কহিল, মোর কি সাহস, ভাই, তারকার মুখে আমি দিয়ে আসি ছাই । কবি কহে—তা’র গায়ে লাগেনাক কিছু, সে ছাই ফিরিয়া আসে তোরি পিছু পিছু । 888