পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিকা অবিশ্বাসে হাসবি কিনা বুঝব কেমন করে ? মিথ্যা ছলে তাই শুনিয়ে দিয়ে যাই ; উল্টা করে’ বলি আমি সহজ কথাটাই । ব্যর্থ তুমি কর পাছে ব্যর্থ করি ভাই আপন ব্যথাটাই । সোহাগভরা প্রাণের কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই । সোহাগ ফিরে’ পাব কিনা বুঝব কেমন করে’ ? কঠিন কথা তাই শুনিয়ে দিয়ে যাই ; গবর্বছলে দীর্ঘ করি নিজের কথাটাই । ব্যথা পাছে না পাও তুমি লুকিয়ে রাখি তাই আপন ব্যথাটাই । २१२