পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ হিসাব জীবনখানা খুল্লে তোমার শূন্ত দেখি শেষের পাতা ; কি হবে ভাই হিসেব নিয়ে, তোমার নয়ক লাভের খাতা । رنيا আপনি আঁধার ডাক্‌চে তোরে, ঢাকচে তোমায় দয়া করে” । তুমি তবে কেনই জ্বাল মিট্‌মিটে ওই দীপের আলো, চক্ষু মুদে থাকাই ভালো শ্রান্ত, পথের প্রান্তে পড়ে’ ! জানাজানির সময় গেছে, বোঝাপড়া কররে বন্ধ । অন্ধকারের স্নিগ্ধ কোলে থাকরে হ’য়ে বধির অন্ধ 8 যদি তোমায় কেউ না রাখে, সবাই যদি ছেড়েই থাকে,— S)s) >