পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি । ভীমরুল কহে, আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান । মধুকর নিরুত্তর ছল ছল আঁখি ;— বনদেবী কহে তা’রে কানে কানে ডাকি?কেন বাছা নতশির,—এ কথা নিশ্চিত বিষে তুমি হার মান, মধুতে যে জিৎ । ভার টুনটুনি কহিলেন—রে ময়ুর, তোকে দেখে’ করুণায় মোর জল আসে চোখে ময়ুর কহিল, বটে ! কেন, কহ শুনি, ওগো মহাশয় পক্ষা, ওগো টুনটুনি ! টুনটুনি কহে–এ যে দেখিতে বেআড়া দেহ তব যত বড় পুচ্ছ তারে বাড়া । 8ミVど