পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਝਿੜਨ । উদ্বোধন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গা’রে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে । যারা আসে যায়, হাসে অার চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে, তাহাদেরি গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে ! প্রতি নিমেষের কাহিনী আজি বসে’ বসে’ গাথিসনে আর, বাধিস্নে স্মৃতি-বাহিনী । ミミQ 4–15