পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিকা কঁাকণ দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে । সর্ববশেষের গানটি আমার আছে তোমার তরে । WS) রূপসীরা তোমার পয়ে রাখে পূজার থালা, বিদূষীরা তোমার গলায় পরায় বরমালা । ভালে তোমার আছে লেখা পুণ্যধামের রশ্মিরেখা, সুধাম্বিন্ধ হৃদয়খানি হাসে চোখের পরে । সর্ববশেষের গানটি আমার আছে তোমার তরে 8 তোমার নাহি শীত বসন্ত, জরা কি যৌবন । সৰ্ব্বঞ্চতু সর্ববকালে তোমার সিংহাসন । 8 > ミ