বিষয়বস্তুতে চলুন

পাতা:জ্ঞানযোগ - চতুর্থ সংস্করণ.pdf/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানযোগ। সকল দেবগণের নিকট উচ্চৈঃস্বরে ক্রনন করিতে পার। আমি অনেক বৎসর ধরিয়া এইরূপ ক্ৰন্দন করিয়াছিলাম ; অবশেষে আমি দেখিলাম, আমি সাহায্য পাইয়াছি। কিন্তু এই সাহায্য ভিতর হইতে আসিল, আর ভ্রাস্তিবশতঃ এতদিন নানারূপ কৰ্ম্ম করিতেছিলাম, সেই ভ্রান্তিকে নিরাস করিতে হইল। ইহাই এ মাত্র উপায়। আমি নিজে যে জালে আপনাকে জড়াইয়াছিলাম, তাহা আমাকেই ছিন্ন করিতে হইবে আর তাহ ছিন্ন করিবার শক্তিও আমার ভিতরেই রহিয়াছে। এ বিষয় আমি নিশ্চয় করিয়া বলিতে পারি যে, আমার জীবনের সদসৎ কোন প্রবৃত্তিই বৃথা যায় নাই—আমি সেই অতীত শুভাশুভ উভয় কৰ্ম্মেরই সমষ্টি, স্বরূপ। আমি জীবনে অনেক ভুলচুক করিয়াছি, কিন্তু এইগুলি না করিলে আমি আজ যাহা, তাহ কখনই হইতাম না। আমি এক্ষণে আমার জীবন লইয়া বেশ তুষ্ট আছি। আমার এ কথা বলিবার উদ্দেশু ইহা নহে যে, তোমরা বাড়ীতে যাও, গিয়া তথায় নানাপ্রকার অন্তায় কৰ্ম্ম করিতে থাক। আমার কথা এইরূপে ভুল বুঝিও না। আমার বলিবার উদ্বেগু এই, কতকগুলি ভুলচুক হইয়া গিয়াছে বলিয়৷ একেবারে বসিয়া পড়িও না, কিন্তু জানিও, পরিণামে তাহদের ফল শুভই হইবে। অন্তরূপ হইতেই পারে না, কারণ, শিবত্ব ও শুদ্ধত্ব আমাদের প্রকৃতিসিদ্ধ ধৰ্ম্ম, আর, কোন উপায়েই সেই প্রকৃতির ব্যত্যয় হয় না! আমাদের যথার্থস্বরূপ সৰ্ব্বদাই একরূপ। আমাদের ইহা বুঝা আবশ্বক যে, আমরা দুৰ্ব্বল বলিয়াই নানা বিধ ভ্ৰমে পড়িয়া থাকি, আর অজ্ঞান বলিয়াই আমরা দুর্বল । 880