পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীরার পড়াশুনা বোধহয় পূৰ্ব্ববং চলিতেছে। হোরি চলিয়া আসায় আপনাদের অনেকটা অবকাশ ঘটিবে । আমার সঙ্গে কয়েকটি ছাত্র যাইবে । তাহার মধ্যে A. M. Bose-এর ছেলে একটি । [ ১০ মাঘ ১৩০৯ ] 藝 ভবদীয় শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ● रे ॐ € ফেব্রুয়ারি У a e & Ś শান্তিনিকেতন ] সবিনয় নমস্কারসম্ভাষণমেতং বোলপুরে শাস্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ের প্রায় আরম্ভ হইতেই আপনি এখানকার প্রধান অধ্যাপকের পদ গ্রহণ করিয়াছেন । এই এক বৎসরে আপনার সহিত আমার হৃদয়ের সম্পর্ক স্থাপিত হইয়া গেছে আশা করি তাহা চিরদিন রক্ষিত হইবে । এখানে আপনার স্বাস্থ্য ভাল থাকিল না সুতরাং আপনার বিদায় গ্রহণে আমি প্রতিবন্ধ ক চইতে পারি না – আপনি অব্যাহত উন্নতিলাভ করিতে থাকুন এই আমার অন্তরের কামনা জানিবেন। এখানকার এন্টেন্স ক্লাসের দুটি ছাত্রকে আপনি যেরূপ যত্ন ও দক্ষত সহকারে প্রস্তুত করিয়া দিয়াছেন তাহাতে y bo