পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিচরণ যে সংস্কৃত পাঠ লিখিতেছিলেন সেটা বোধহয় অনেকটা অগ্রসর হইয়াছে । হোরির খবরটা দিবেন । ইতি সোমবার [ ১০ কার্তিক ১৩০৯ ] ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর [ बरछचत्र > → ०३ } ē কলিকাত ] সবিনয় নমস্কার সম্ভাষণমেতৎ আপনার চিঠি পাইয়া বড় আনন্দিত হইলাম । এখানে আমার উদ্বেগের কারণ দূর হয় নাই । যদি[ও] স্ত্রীর অন্যান্ত উপসর্গ শাস্ত হইয়াছে তথাপি তুৰ্ব্বলতা এত অতিমাত্রায় বাড়িয়াছে যে আশঙ্কার কারণ হইয়া দাড়াইয়াছে । কুঞ্জবাৰু শীঘ্রই বোলপুরে যাইবেন । আশা করিতেছি তাহার নিকট হইতে নানাবিষয়ে সাহায্য পাইবেন । অধ্যাপনকার্ষ্যেও তিনি আপনাদের সহায় হইতে পারিবেন । আন্তরিক শ্রদ্ধার সহিত তিনি এই কার্য্যে ব্ৰতী হইতে উদ্যত হইয়াছেন । ইহার সম্বন্ধে যত লোকের নিকট হইতে সন্ধান লইয়াছি সকলেই একবাক্যে ইহার প্রশংসা করিয়াছি [ করিয়াছেন ] । বিদ্যালয়ের উদ্দেশু ও কাৰ্য্যপ্রণালী সম্বন্ধে আমি বিস্তারিত করিয়া ইহাকে লিখিয়া দিলাম। সেই লেখা আপনারা পড়িয়া to