পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মচ কাইয়া পড়িয়াছিল— সেই অবধি নিজের পদসেবায় অহরহ নিযুক্ত আছে। সন্তোষও সপ্তাহ দুয়েক প। ভাঙিয়া চিকিৎসাধীনে আছে। মোহিতবাবুরও সেই অবস্থা । মধ্যাপকদিগকে স্ব স্ব পদমর্য্যাদা রক্ষার জন্য বিশেষ করিয়া সতর্ক করিয়া দিয়াছি । আমরা এখানে প্রায় আষাঢ়ের আরম্ভ পৰ্য্যস্ত থাকিব । ইতিমধ্যে আপনার সাক্ষাৎকার আশা কর। যাইতে পারিবে । ইতি ৯ই চৈত্র 〉○〉● ভবদীয় ঐরবীন্দ্রনাথ ঠাকুর श्वेरै छै و • ه د Mچfer:ى د د শিলাইদহ কুমারখালি ફેં সবিনয় নমস্কার সম্ভাষণ— আমার শরীর বড় ভাল নয় । রোজই অল্প অল্প জ্বর আসিয়া ক্লান্ত করিয়া ফেলিয়াছে। ডাক্তারের সহিত পরামর্শের জন্ত একবার কাল কলিকাতায় যাইব । আপনার অল্প বয়স । ভাগ্যকে লইয়া আর অধিক দিন খেলা করিবেন না। মনস্থির করিয়া ফেলুন। না হয় কোমর বাধিয়া হেডমাষ্টারিতেই লাগিয়া যান না কেন। যতই দ্বিধা করিবেন শরীর মন ততই বিকল হইতে থাকিবে । কিন্তু ●ጫ