বিষয়বস্তুতে চলুন

পাতা:বিধবাবঙ্গাঙ্গনা.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8१ ] বিশেষ বলিতে শোকে হৃদয় বিদরে } যে সুভোজ্য ভুঞ্জিলাম ; যে শয্যায় শুইলাম ; শত্ৰ,কেও খেতে শুতে সেরাপ যেমন, না হয়, প্রার্থন এই ঈশ্বরসদন । علمتهميشيمسسيس দশম । ( একটা অপূর্ণ শরীর সদ্যপ্রস্থত শিশু দর্শন করিয়া । )

উপবন প্রান্তভাগে গুল্ম অন্তরালে, fক পড়ে রয়েছে ওটি মাংসপিণ্ড প্রায় ? ইণ, ই বুঝিলাম বিশেষ দেখিয়া, কোন পতিহীম গেছে প্রসবিয়ণ, অকালে এ শিশু, পাছে রোধে এককালে সমাজেতে সামাজিকে, এই আশঙ্কায় । । - 3 - আগে এই হতভাগ্য শিশুর জননি । , এমন নিষ্ঠুর কাজ করিলে কেমনে ? যদি গৰ্বে এরে দিয়াছিলে স্থান, ।