পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यगंजुनी SV) সর্দার। তা’র চেহারাটা কি রকম ? কেউ বলে, সে শাদা, মড়ার মাথার খুলির মত, কেউ বলে, সে কালো, মড়ার চোখের কোটরের মত । কেন, তুমি কি তা’র খবর রাখ না সর্দার ? * * সর্দার। আমি তাকে বিশ্বাস করিনে। বা, তুমি উল্টো কথা বল্লে। সেই বুড়োই ত সব চেয়ে বেশি করে আছে। বিশ্বব্রহ্মাণ্ডের পাজরের ভিতরে ভা’র বাস । পণ্ডিতজি বলে, বিশ্বাস যদি কাউকে না করতে হয় সে কেবল আমাদের। আমরা আছি কি নেই তা’র কোনো ঠিকানাই নেই। চন্দ্রহাস । আমরা যে ভারি র্কাচ, আমরা যে একেবারে নতুন, ভবের রাজ্যে আমাদের পাকা দলিল কোথায় ? o সর্দার । সৰ্ব্বনাশ করলে দেখচি ? তোরা পণ্ডিতের কাছে আনাগোনা মুরু করছিস্ নাকি ? তা’তে ক্ষতি কি সর্দার ? সর্দার। " পুথির বুলির দেশে ঢুকলে যে একেবারে ফ্যাকাসে হ’য়ে যাবি। কাৰ্ত্তিকমাসের শাদা কুয়াশার মত। তোদের মনের মধ্যে একটুও