পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাঙ্কনী SS চলুন তবে চলুন, বিলম্বে কাজ নেই। মন্ত্রী এই সামান্ত বিষয় নিয়ে যখন এত অধীর হয়েছেন তখন ওঁকে শাস্ত করে’ এখনি আবার ফিরে অাসচি ! আমার সবর্বদা ভয় হয় পাছে আপনি রাজাপ্রয় ছেড়ে অরণ্যে চলে যান ! 4' মহারাজ, মনটা মুক্ত থাকলে কিছুই ত্যাগ করতে হয় না—এই রাজগৃহে স্কুতক্ষণ আমার সন্তোষ আছে ততক্ষণ এই আমার অরণ্য ! এক্ষণে তবে আসি ! মন্ত্রী, চল চল । ঐ যে কবিশেখর আসচে—আমার তপস্যা ভাঙলে বুঝি ! ওকে ভয় করি ! ওরে পাকাচুল, কান ঢেকে থাকুরে, কবির বাণী যেন প্রবেশপথ না পায় r 歌 মহারাজ, আপনার এই কবিকে নাকি বিদায় করতে চান ? কবিত্ব যে বিদায়-সংবাদ পাঠালে এখন কবিকে রেখে হবে কি ! সংবাদটা কোথায় পৌছল ? ঠিক আমার কানের উপর । চেয়ে দেখ !