পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 乔衍外百 ছুি গাছে স্তির ছোট ছোট নিচু ধরেছিলো কিন্তু আms. একটা ইfরণ আছে সে এসে লিচুগুলো প্রায় সমস্ত খেয়ে ফেলে— সফেট গাছের নীচু ডালে যত সফেট হয়েছে সেও আর রাখা যাচ্চে না । হরিণটা খুব পোষা বলে ওকে বঁধতে ইচ্ছা করে না । আজকাল সাধারণ ব্রাহ্মসমাজের অনেক মেয়েদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তার আশ্রমে এসেছিলেন– এখানকার সঙ্গে র্তাদের খুব একটা শ্রদ্ধার যোগ হয়ে গেছে । এবার কলকাতায় গিয়ে উপরি উপরি তিন দিন তাদের সঙ্গে আলাপ আলোচন চলেছিল । বোধ হয় পয়লা বৈশাখে তারা এখানে আসবেন। তোদের পড়াশুনা কি রকম চলচে ? তুই বুঝি Botany পড়তে আরম্ভ করেছিস্ ? কেমন লাগছে ? বোমার পড় এগোচ্চে ত ? তোর বন্ধু Miss Bourdatteও তোদের খুব নিন্দে করে দিলি তোদের টাকায় পেট ভরিয়ে আমেরিকায় ফিরে গেছে ! Yankeeদের সঙ্গে আমরা পেরে উঠবে কেন ? তোর মাঝে মাঝে কখনো নদীতে বেড়াতে মাসনে ? উমাচরণ কলকাতায় ফিরেছে এই একট। হুসংবাদ— তার বিয়ে হয়নি এই আর একটা । আগামী সোমুবারে শুনচি এখানে তার শুভাগমন হবে । কি রকম অভ্যর্থনা করা যাবে তাই ভাবছি। পাব। তোর মামা কিম্বা মামর্শ্বশুরকে বলিস সেই বাউলদের গান আমাকে শীঘ্র সংগ্রহ করে পাঠাতে দেরি না করে ।