পাতা:এলিজিবেথ.pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“, е: এলিজিবেথ। তাহার শোকসাগর এককালে উদ্বেল হইয়া উঠিতেছে। এই নিমিত্ত তিনি অত্যন্ত মনঃসংযোগ পূর্বক ঈশ্বরের আরাধনা করিতে আরম্ভ করিলেন। ঈশ্বরনিষ্ঠারও এমনি মহিমা যে, তিনি উপাসনা করিতে করিতেই খানিক ক্ষণ অশ্রুপাত হইয়া, তাহার শোকের অনেক সমতা হইল । কারণ, যাহার অন্তঃকরণে এই রূপ নিষ্ঠ উৎপন্ন হয়, তাহার শোক সন্তাপ কোন ক্রমেই বৃদ্ধি পাইতে পারে না। ইহা অন্তঃকরণে আবির্ভূত হইবামাত্রই তৎক্ষণাৎ তথাহইতে শোকাবেগকে দূর করিয়া দেয়, এবং প্রসন্নত। অাসিয়৷ অন্তঃকরণ অধিকার করে। আর তৎকালে করুণানিধান জগৎপতি পরমেশ্বর তাহার আত্মাকেও সান্তুন। করিতে কিছুমাত্র ক্রুটি করেন না। ফেডোরার অন্তঃকরণেও তখন সেই প্রকার ভাবের উদয় হইল এবং তদনুসারে তাহার মহতী শান্তিও লব্ধ হইল। যাহার। লৌকিক মান সম্ভ্রমকে পরম সুখ বলিয়া ধাৰ্য্য করে, তাহার। সেই মান সম্বুমের অনুরোধে অত্যন্ত স্নেহপাত্রকেও এককালে পরিভগি করিতে সমর্থ হয়। কিন্তু ধৰ্ম্মপরায়ণ ব্যক্তিদিগের সেরূপ স্বভাব নয়। ধৰ্ম্মের অনুরোধে তাহার। মনহইতে ভাবান্তরকেই দূর করিয়া দেন এই মাত্র, কিন্তু তাহাদের স্নেহ ও মমত। কখন তাহাদের প্রিয়পাত্রহইতে ভিন্ন হইয়া যায় না। 毫之 - পরদিন স্পৃিঙ্গর কেবল একাকী কন্যার সহিত বসিয়া অাছেন, এমন সময়ে তিনি আপনার দুভাগ্যের কথা সকল তাছার নিকট আদ্যোপাস্ত বিবরণ করিতে মনস্থ করিলেন, এবং যেরূপ ভয়ানক যুদ্ধ বিগ্রহ উপস্থিত হইয়৷ পোলেণ্ডরাজ্যের বিনাশ হয় এবং যে প্রকারে সেই হতভাগ্য রাজ্য 'রাজান্তরের হস্তগত হয়, সেই সমস্ত কথা আদ্যোপাস্ত কহিয়। শুনাইতে প্রবৃত্ত ছইলেন, এবং কহিত্বে লাগিলেম,