পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোনো জায়গা থেকেই আমি শাস্তি পাই সেটাকে আমি অন্যায় বলতে পারি নে কিন্তু আপনি যদি শাস্তি দেন তবে সেটাকে কিছুতেই ন্যায়সঙ্গ ত বলা চলবে না। আমার লেখা কোনো কোনো অবস্থার ছবিবপাকে পণ্য দ্রব্য হয়ে ওঠে— কিন্তু যখনি সে কথা ভোলবার সুযোগ পাই আমি তো নিৰ্বিবচারে স্বচ্ছন্দচিত্তে আপনাকেই পাঠিয়ে দিই— এটুকুর জন্যে ও ত আপনার কাছে বিচার দাবী করতে পারি — দোকানদাব ও নিজের দোকানের জিনিষ আত্মীয়কে উপহার দিতে পারে । যখন আপনার কাছ থেকে টাকা ও পেয়েছি তখনো সে টাকাকে আমি মূল্য বলে মনে করি নি। পশু চলে যাব— কথাটা খতম কববাব সময় পাব না— লেখাও হয় ত অনেকদিন বন্ধ থাকবে— কিন্তু আমার এই অবসাদেব সময় আপনারা অামাব প্রতি মনকে প্রতিকূল কৰবেন না । ইতি ১৭ বৈশাখ ১৩৩৩ আপনাদের শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর :