পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: ર] [ শান্তিনিকেতন মাঘ (?) ১৩৩৩] মীরু তোর চিঠি পেয়ে নিশ্চিন্ত হলুম। অসিতের বৃহৎ ঘরের এক প্রান্তে যদি তোর একটি কোণ ঠিক করে নিতে পারিস তাহলে বোধ হয় কিছুদিন চলে যেতে পারে। তারপরে আমি ফেব্রুয়ারী নাগাদ এক সময় গিয়ে তোদের সন্নিধানে উপস্থিত হয়ে যথাকর্তব্য স্থির করব। ভরতপুরের মহারাজের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছি— ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে— যাওয়া স্থির— খুব সম্ভব লক্ষে যাওয়া সহজ হবে। এখানে নটর পূজার তালিম চলচে। আজ গৌরী এবং সম্ভবত স্বরূপ আসবে । লুটুর জন্যে বড় উদ্বিগ্ন আছি। ওর যে রকম শরীর ওকে কিছুদিন লক্ষ্মেীয়ে যদি তোর কাছে আনিয়ে নিতে পারিস তাহলে ভালো হয় । সেখানে ভাটখণ্ডের কাছ থেকে গানও শিখতে পারে। রেখার বিয়ে ২৩শে তার হাঙ্গামা চুকুক্‌— ফাস্থনের গোড়াতেই যদি ওকে সেখানে ডাক দিস তো ছুটির ব্যবস্থা করে দেব। জয়ার বিবাহ ২৪শে । আমার পক্ষে বড় মুস্কিল । এখানে কাজ সেরেই কলকাতায় দৌড়তে হবে। অসিতকে আশীৰ্ব্বাদ জানাস্ । বাবা